১৪টি পুজো কমেটিকে শারদ সম্মানে সম্মানিত করলো কল্যানপুর ব্লক প্রশাসন

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) ২০১৮ সালের দুর্গাপুজো উপলক্ষে কল্যাণপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হলো মঙ্গলবার রাতে। কল্যাণপুর পঞ্চায়েত মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুরস্কারপ্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী, সমাজকর্মী অসিত রক্ষিত স অনান্যরা।

 ১৪টি  ক্লাব কমেটিকে পুরস্কার প্রদান করা হয়। ক্লাবের পাশাপাশি ৪ জন সাংবাদিককেও পুরস্কার প্রদান করা হয়।  সেরার  সেরা পুরস্কার পায় , দ্বারিকাপুর বুলেট ক্লাব, মণ্ডপে সেরা হয় রতিয়া  শান্তি প্রিয় সংঘ, প্রতিমাতে সেরা হয় বাঘাযতীন ক্লাব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here