সোনাগাছিতে এবার সিঁদুর খেললো ওরা

অর্ঘ্য মাহাতো(কলকাতা) কলকাতার সোনাগাছির মাটি মা দুর্গার শক্তি ও দেহত্বের সাথে পরিপূরক। মায়ের নিরাকার ভালোবাসা সমাজের সমস্ত নারীকে নীজসত্বায় আপন করে নিয়েছে। সেই মায়ের বির্সজনের বিষাদে শেষ আনন্দে অংশগ্রহণ করেছেন সমাজের দৃষ্টিতে অচ্ছুৎ ও অবহেলিত যৌনকর্মী ও সমকামী মানুষেরা। সিঁদুর খেলা থেকে ধুনুচি নাচে মাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির যাত্রার আনন্দময় সূচনা তারা শুরু করল। মায়ের বিষাদে সমাজের বিভেদের সুরকে ভুলে তাদের উৎসব নারীশক্তির প্রতীক হয়ে উঠেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here