সামনে ধাবার সাইনবোর্ড আর ভিতরে রমরমিয়ে ব্যবসা! কিন্তু শেষ রক্ষে আর হলোনা

হক জাফর ইমাম(মালদা) বেআইনি মদের ঠেকে  মদ সহ  দুইজন গ্রেফতার করল পুলিশ । শনিবার গোপনসূত্রে খবর পেয়ে বেআইনি মদের ঠেক থেকে প্রায় হাজার দশেক টাকার মদ সহ দুই কারবারিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।  বিকেলে এসডিও পার্থ চক্রবর্তীর নেতৃত্বে  ইংরেজবাজার থানার পুলিশের একটি দল শহরের রথবাড়ি এলাকায় একটি ধাবাতে হানা দেয়।

সেই ধাবা থেকে দেশি ও বিলেতি উভয় ধরণের মদ বাজেয়াপ্ত করে ইংরেজবাজার থানার । ধৃতদের মধ্যে একজনের নাম রাজেন্দ্র কর্মকার। অপর জনের নাম জানা যায়নি। ধৃত রাজেন্দ্র কর্মকার নিজেকে ওই ধাবার কুক বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here