সব চেষ্টা ব্যার্থ, মারা গেলেন শাসকদলের প্রভাবশালী নেতা

স্টাফ রিপোর্টার(বীরভূম) সোমবার দুপুরে মারা গেলেন বীরভূমের খয়রাশোল ব্লকের সভাপতি প্রভাবশালি তৃনমূল নেতা দীপক ঘোষ । রবিবার দুস্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হন তিনি । আশঙ্কাজনক অবস্থায়  দুর্গাপুর হাসপালে ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয় । রবিবার দুপুরে কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন খয়রাশোল ব্লক সভাপতি দীপক ঘোষ । শাসকদলের  সভাপতিকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি চালায় । আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়  হাসপাতালে ভর্তি করা হয় তাকে । কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।  রবিবার এই ঘটনার পর  জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন,  জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি কোথাও বিজেপি সাংগঠনিকভাবে দাঁত ফোটাতে পারেনি ৷ সেই আক্রোশ এই দীপক ঘোষের এর মত একজন দক্ষ সংগঠক এর উপর হামলা করেছে বিজেপি। ঝাড়খন্ড থেকে দুষ্কৃতী এনে এই কাজ করা হয়েছে।

অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত  দীপক ঘোষ খয়রাশোল এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে পরিচিত ।  শাসকদলের এই নেতাকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালাল এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

error: Content is protected !!