সবরীমালা মন্দির চত্বরে জারি ১৪৪ ধারা

অর্ঘ্য মাহাতোঃ বুধবার বিকাল ৫টায় শবরীমালা মন্দিরের দরজা খোলার পর  সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঋতুকালে থাকাকালীন  নারীর প্রবেশ অধিকার দেওয়া হয় । এরপর মন্দিরের বাইরে অপেক্ষারত মহিলা ও ভগবান আয়াপ্পার ভক্তদের মধ্যে বিবাদ শুরু হয় । কেরালা সরকার গতকাল সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী প্রয়োগ করে বিরোধীদের সরানোর চেষ্টা করে । কিন্তু তার বিফলতা কিছুক্ষনের মধ্যেই দেখা যায়। বিরোধীদের মধ্যে অভিযোগ করা হয় যে সংবিধানের ২৫নং ধারা অনুযায়ী ধর্মচর্চার স্বাধীনতার বিষয়টি পর্যবেক্ষণ না করেই রায় দেওয়া হয়েছে । এই বিবাদের সূত্রেই আজ মন্দির চত্বরে ১৪৪ ধারা জারি করা হয় ।

অন্যতাম উল্লেখিত বিষয় হল, এই রায় নিয়ে মহিলাদের মধ্যেও দ্বন্দ তৈরী  হয়েছে । প্রতিবাদী পক্ষে অংশগ্রহনরত মহিলারা মন্দিরে লিঙ্গের অসমানাতকে খারিজ করে মন্দিরে প্রবেশের জন্য অপেক্ষা করতে প্রস্তুত আছেন।

error: Content is protected !!