সংলাপের পর তফসিল চেয়ে ইসিকে চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট

মোঃ সাইফুল ইসলাম (ঢাকা, বাংলাদেশ)-  সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শনিবার যেকোনো সময় এই চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, সংলাপ শেষ না হওয়ায় পর্যন্ত জন্য যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, সে বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।

error: Content is protected !!