শেষ হয়েও হলোনা শেষ, রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল

নিজেস্ব প্রতিনিধি(কলকাতা) বাবুঘাটে রেড রোডে অনুষ্ঠিত হলো জমজমাট পুজো কার্নিভাল। বিজয়া দশমীর অন্তে কলকাতার জনপথে দূর্গোৎসবের স্বাদ আজ‌ও রয়েছে কার্নিভালের মাধ্যমে। বিগত তিন বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় বাবুঘাটে এই কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এইবছর ৭৫ টি পুজো কার্নিভালে অংশগ্রহন করেছে ।

শহরের পুজোর পাশাপাশি জেলার কিছু পুজোও এবারের মেগা কার্নিভালে অংশ নিয়েছিলো। ঘড়ির কাটায় ঠিক সাড়ে চারটে ছুঁইছুঁই ঠিক সেই সময় শুরু হয় এই মেগা কার্নিভাল। ঢাকের আওয়াজের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। অনান্য বছরের মত এবারও কার্নিভালে বিদেশী অতিথিরা অংশগ্রহন করেছিলেন। । বিশ্বের দরবারে বাঙালির দুর্গাপুজোকে তুলে ধরতে ২০১৬ সালে পুজো কার্নিভাল শুরু করেছিল রাজ্য সরকার। এবারের পুজো কার্নিভালে অতিথিদের মঞ্চ তৈরি হয়েছে বনেদিবাড়ির দালানের আদলে । ৭৫টি পুজো কমেটির সদস্য-সদস্যরা প্রতিমা প্রদর্শনের সঙ্গে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পেশ করেন। কার্নিভাল উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিলো পুরো রেড রোড । নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৩ হাজার পুলিশকর্মী ও ২১ জন এসিপি।

error: Content is protected !!