শুরু হলো দেশীয় প্রয়ুক্তিতে তৈরি ট্রেন ১৮ এর পরীক্ষমূলক যাত্রা

চেন্নাইঃ  সমস্ত জল্পনার অবসান। সোমবার থেকে শুরু হলো সম্পূর্ণ দেশীয় প্রয়ুক্তিতে তৈরি ট্রেন ১৮ এর পরীক্ষমূলক যাত্রা ।  সেমি হাইস্পিড এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ট্রেনটি তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। সংস্থার জেনারেল ম্যানেজার এ মানি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২৯ অক্টোবর ট্রেনের যাত্র শুরু হবে। আগামী ২-৩ মাস পরীক্ষামূলকভাবে চলাচল করবে এই ট্রেন। পরীক্ষায় সফল হলে এটিকে যাত্রী পরিবহণের কাজে লাগানো হবে।  ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। পুরো ট্রেনটাই স্টেইনলেস স্টিলের। সবকটি কোচই শীততাপ নিয়ন্ত্রিত। এটিতে থাকছে মোট ১৬টি চেয়ারকার কোচ। এর মধ্যে ১৪টি নন একজিকিউটিভ ও ২টি একজিকিউটিভ চেয়ার কার। একজিকিউটিভ চেয়ার কারে বসতে পারবেন ৫৬ জন যাত্রী। নন একজিকিউটিভ চেয়ারকারে ৭৮ জন যাত্রীর বসার । ট্রেনটিকে সম্ভবত চালানো হবে দিল্লি-আগ্রা-ভোপাল রুটে। মাত্র ১৬ মাসে ট্রেনটি তৈরি করে ফেলেছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোট ফ্যাক্টরি। ট্রেনটি চালাতে পৃথক কোনও ইঞ্জিন লাগে না। প্রতিটি কোচেই থাকছে ইঞ্জিন । একজিকিউটিভ ক্লাসে প্রতিটা আসন ঘোরানো ‌যাবে। জানালা অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বড়। প্রতিটি কামরায় থাকছে এলইডি লাইট। থাকছে লাগেজ র‍্যাক। এছাড়াও ট্রেনটিতে রাখা হয়েছে ওয়াইফাই ব্যবস্থা, জিপিএস বেসড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, মডিউলার টয়লেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here