শিশুদের পাশে “আম্রুতা”

কলকাতাঃসম্প্রতি ‘আম্রুতা অর্গানাইজেশন’-এর উদ্যোগে  কলকাতার  হাতিবাগান সংবেদন’-এ দিব্যাঙ্গ শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।  তাদের সম্মিলিত গানে ও আলাপচারিতায় অল্প সময়ে তারা আম্রুতার প্রত্যেককে আপন করে নেয় । এই প্রসঙ্গে সংস্থার প্রেসিডেন্ট শ্বেতা ঘোষ বলেন “কাজের ব্যস্ততার  ফাঁকে যখনই সময় পায় তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।”
আম্রুতার সদস্যদের বেশিরভাগই কলেজের ছাত্র-ছাত্রী । তারা ব্যক্তিগতভাবে টাকা জমিয়ে নিজেদের উদ্যোগে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে চলেছে। দিব্যঙ্গ শিশুদের পাশে থেকে তারা সমাজের বর্গের কাছে পৌঁছে যেতে চাই। পরবর্তীকালে নিজেদের কর্মসূচিতে এই প্রাধান্য দিয়ে বৃহত্ত ক্ষেত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই বলে জানালেন সংস্থার সদস্যরা। শিক্ষা, স্বাস্থ্য ও শিশুর মানসিক বিকাশের লক্ষ্যে , তাদের কাছে এটি দায়িত্ব , মনে করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here