শান্তনা চাকমার হাত ধরে উদ্বোধন হলো কুমারঘাটের দুটি পুজোর

জনি ভট্টাচার্য(কুমারঘাট) আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে গোটা রাজ্যে সাধ ও সাধ্যের মধ্যে শ্যামা পূজোর আয়োজন করেছে বিভিন্ন ক্লাব এবং বারোয়াড়ী পূজো কমিটির সদস্যরা চলছে পূজো মণ্ডপ উদ্বোধনের ধূম,পিছিয়ে নেই কুমারঘাটও।সন্ধ্যায় উনকোটি জেলার কুমারঘাট মহকুমার রাজনগর গ্রামের স্থানীয় এল বি বি ক্লাবে উদ্বোধন হল দক্ষীনেশ্বর কালী মন্দীরের আদলে তৈরী হওয়া সুবিশাল পূজো মণ্ডপের।প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে প্যাণ্ডেলের দ্বারউদঘাটন করেন রাজ্য সরকারের সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী  শান্তনা চাকমা । উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য সুধাংশু দাস সহ অন্যান্য অতিথীরা।

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৮৫ সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়,ক্লাব প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই শ্যামা পূজো করে আসছে এই ক্লাবের সদস্যরা এবং প্রতি বছরই এই ক্লাব কুমারঘাট মহকুমার মধ্যে দর্শনার্থীদের জন্য মণ্ডপে নতুনত্ব এনে বিগ বাজেটের পূজো করে থাকে।এবছরও তাই করে দেখালো ঐতিহ্যবাহী এই ক্লাবটি।প্যাণ্ডেল ছাড়াও রকমারি আলোক মালায় সেজে উঠেছে ক্লাব সংলগ্ন পথঘাট।বিভিন্ন বিষয়ে সাধারনের মধ্যে সচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দেবার লক্ষে প্যাণ্ডেলের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক ভেনার।প্যাণ্ডেল আলোকসজ্জা সহ মোট ১২ লক্ষ টাকা বাজেট নিয়ে পূজো করে মহকুমার সেরা পূজোর শিরোপা যে দখল করতে চলেছে এই ক্লাব তা আর বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে এল বি বি ক্লাবের প্যাণ্ডেল উদ্বোধন শেষে মন্ত্রী শান্তনা চাকমা উদ্বোধন করেন গকুলনগরের শান্তি সংঘ নামে একটি ক্লাবের পূজো প্যাণ্ডেলের।প্রায় দেড় লক্ষ টাকা বাজেট নিয়ে পূজো করছে এই শান্তি সংঘ  ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here