শহরে বিধ্বংসী আগ্নিকান্ডে পুরে ছাই একাধিক ঝুপড়ি

নাগেরবাজারঃ শনিবার সকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেলো বেশ কয়েকটি ঝুপড়ি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাগেরবাজার। ঘটনার বিবরনে জানা গেছে শনিবার সকালে বহুতলের পাশে থাকা একটি ঝুপড়ির মধ্যে দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন সেখানকার বাসিন্দারা। এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আগুনের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই আশপাশের ঝুপড়িগুলি খালি করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ ৷ ঠিক কি কারনে আগুন লাগলো সেখানে? নাশকতা না দুর্ঘটনা? সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্তে নেমেছে দকমলও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here