লৌহপুরুষের কাছে মাথানত করল আমেরিকাঃ মোদী

ওয়েব ডেস্কঃ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “লৌহ পুরুষ”র ১৪৩তম জন্মদিন উপলক্ষ্যে “স্ট্যাচু অফ ইউনিটি”(একতার মূর্তি) উদ্বোধনের ঘোষণা করেন। গুজরাটে জন্ম ভারতের “লৌহ পুরুষ” সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “তিনি নিশ্চিত করেছিলেন যে ভারতীয় ভূখণ্ডের প্রতিটি অঞ্চল একত্রিত হয়ে এই দেশ গড়বে। তারজন্যই আজ আমরা আজকের একতার ভারতবর্ষ দেখছি।”

 তিনি সমগ্র ভারতবাসীর কাছে ৩১শে অক্টোবর, সর্দার প্যাটেলের জন্ম বার্ষিকীতে “রান ফর ইউনিটি”(একতার দৌড়) অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন। নর্মদার তীরে স্থাপিত ১৮২ মিটার উচুঁ, তিন হাজার কোটি টাকাই নির্মিত,আমেরিকার “স্ট্যাচু অফ লিবার্টি”র থেকে দ্বিগুণ  এই মূর্তি রাজ্যের পর্যটন শিল্পের বৃদ্ধি ঘটাবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here