লক্ষ্মী প্রতিমার কার্নিভালে অনুষ্ঠানে মাতলো এই জেলা

গৌতম পাল(রায়গঞ্জ) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দূর্গাপুজাকে বিশ্বদরবারে পৌছে দিতে কলকাতার রেড রোডে দুর্গা প্রতিমার কার্নিভাল করলেন ।  কিন্তু লক্ষ্মী প্রতিমার কি কার্নিভাল আপনি দেখছেন? এই লক্ষ্মী প্রতিমার কার্নিভাল দেখতে আপনাকে আসতে হবে রায়গঞ্জ ব্লকের বারোদূয়ারীতে। উদ্যোক্তারা শ্রেষ্ঠা প্রতিমাকে পুরুস্কৃত ও করেন।

রায়গঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বারোদূয়ারী গ্রাম । এই গ্রাম সংলগ্ন মধুপুর,নারায়নপুর,চড়াইডাঙ্গি,মকদমপুর এবং চাপদূয়ার গ্রামে প্রচুর বড় বড় লক্ষ্মী প্রতিমা দিয়ে পূজো হয় । ঘরে  ঘরে লক্ষ্মী পূজো হবার কারনে সেই প্রতিমা প্রত্যেকের দেখার সুযোগ হয়ে ওঠে না।সাধারন মানুষকে লক্ষ্মী প্রতিমা দেখার সুযোগ করে দিতে বারোদূয়ারী লক্ষ্মী প্রতিমা প্রদর্শনীর আয়োজন করে আসছে স্থানীয় একটি সংস্থা। এবছর এই প্রদর্শনী ১৫ বছরে পা দিল । পূজার উদ্যোক্তাদের পক্ষ থেকে সেই সমস্ত পূজা কমিটিকে প্রতিমা প্রদশনীতে আনার জন্য আবেদন করে আসেন । পূজার একদিন পর বিশাল প্যান্ডেল করে প্রতিমাগুলিকে প্রদশনীত করা হয় । পূজা উদ্যোক্তদের উৎসাহ দিতে যে সমস্ত প্রতিমা শ্রেষ্টত্ব অর্জন করবে তাদের পেতলের থালা,বাটি,গ্লাস এবং পেতলের ধূনচি পুরুস্কার দেওয়া হয়।এই কার্নিভালকে ঘিরে বিশাল মেলা বসে। হাজার হাজার দর্শক এখানে হাজির হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here