কিষান কুমার মালি(কদমতলা) “রাম মন্দির নির্মাণ শুধুমাত্র সময়ের অপেক্ষা” । সম্প্রতি কদমতলা টাউন হলে বিশ্ব হিন্দু পরিষদ কদমতলা প্রখন্ডের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে একথা বললেন সংগঠনের উত্তর জেলার সম্পাদক সরোজ ভট্টাচার্য। তিনি আরও বলেন, রাম ভারতের মানুষের অন্তরে। তাই মন্দির হবেই বলে আশা ব্যক্ত করেন তিনি । সামনেই লোকসভা নির্বাচন । নির্বাচনের আগে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে রামমন্দির ইস্যু । ২৯ অক্টোবর থেকে এই ইস্যুতে সুপ্রিম কোর্টে সবপক্ষের বক্তব্য শোনা শুরু হবে । কিন্তু তার অনেক আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় রাম মন্দির তৈরি নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক ।
