“রাম মন্দির নির্মাণ শুধুমাত্র সময়ের অপেক্ষা”

কিষান কুমার মালি(কদমতলা) “রাম মন্দির নির্মাণ শুধুমাত্র সময়ের অপেক্ষা” ।  সম্প্রতি কদমতলা টাউন হলে বিশ্ব হিন্দু পরিষদ কদমতলা প্রখন্ডের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে একথা বললেন সংগঠনের উত্তর জেলার সম্পাদক সরোজ ভট্টাচার্য।  তিনি আরও বলেন, রাম ভারতের মানুষের অন্তরে। তাই মন্দির হবেই বলে আশা ব্যক্ত করেন তিনি ।  সামনেই লোকসভা নির্বাচন । নির্বাচনের আগে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে রামমন্দির ইস্যু । ২৯ অক্টোবর থেকে এই ইস্যুতে সুপ্রিম কোর্টে সবপক্ষের বক্তব্য শোনা শুরু হবে । কিন্তু তার অনেক আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় রাম মন্দির তৈরি নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক ।

                                                     উত্তর জেলার সম্পাদক সরোজ ভট্টাচার্য

কিছুদিন আগে স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠান মঞ্চ থেকে  রামমন্দির নিয়ে বলতে গিয়ে আর এস এস প্রধান বলেন,  রাম আমাদের গৌরব, তাঁর স্মারক হওয়াই উচিত, এর জন্য আইন আনা উচিত সরকারের। এরপর ৭০ লড়ি ইটভর্তি ট্রাক পাঠানো হয়েছিলো রামমন্দির নির্মাণের জন্য । এর আগে রাজ্যেও রামমন্দির তৈরি নিয়ে হয়েছিলো তর্ক-বিতর্ক ।  দক্ষিন জেলার বিলোনিয়ার মোতাইতে বিশ্ব সনাতন সেনার উদ্যোগে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আর এর পরেই শুরু হয়েছে বিতর্ক। রামমন্দির নির্মাণের বিরোধিতায় আসরে নেমে পড়েছে সিপিএম । সিপিএমের পক্ষ থেকে দাবী করা  যেখানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে  সেখানে মা মোহিনী ত্রিপুরার শহীদ স্মৃতি সৌধের ফলক ছিলো । সেটা ভেঙ্গেই বিজেপি এবং আর এস এস সেখানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যদিও  সিপিএমের করা এই অভিযোগ খন্ডন করে দিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক জানিয়েছেন যে , ২৫ বছর ধরে বামেদের রাজত্বে মানুষ মন খুলে কথা বলতে পারতোনা। যেদিন রামমন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেই দিন অনুষ্ঠানে জমির মালিকও উপস্থিত ছিলেন। এবার কদমতলায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যেভাবে সরোজ ভট্টাচার্য বললেন যে রামমন্দির নির্মাণ হবেই তার থেকে এটাই স্পষ্ট যে আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশে রামমন্দির নির্মাণ করতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here