রামআমলেও বামেদের “হচ্ছে হবে”! কবে হবে জানেনা গ্রামবাসীরা

কিশান কুমার মালী(চুড়াইবাড়ি)  কদমতলা আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৫ এবং ৬নং ওয়ার্ডের রাস্তাটির অবস্থা বেহাল। রাস্তার উপর বড় বড় গর্ত । আর সেই গর্তে জমেছে জল। আর জমা জলে  জাল নিয়ে মাছ ধরছে স্থানীয় ছেলেরা।আর এই সব কিছু দেখার পরেও কুম্ভ নিদ্রায় আছন্ন পঞ্চায়েত কর্তৃপক্ষ। বামফ্রন্ট পরিচালিত এই পূর্ব গ্রাম পঞ্চায়েত এর পঞ্চায়েত সচিব থেকে শুরু করে জি আর এস কেউ রাস্তাটি দেখার জন্য আসেননি। গ্রামবাসী মিলিত হয়ে বারবার পঞ্চায়েত সচিব ও জি আর এস কে অনুরোধ করলেও আজ অবধি রাস্তায় কাজ ধরানো হয়নি । ওই শুধু একটাই কথা হচ্ছে হবে আর করছি করব। কবে যে হবে সেটা স্বয়ং ব্রক্ষ্মাও জানেনা।  অথচ টাকার কোন অভাব নেই।

পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিডিএফ পান্ডে লক্ষ লক্ষ টাকা আছে। পঞ্চায়েত  সচিব মনে করলেই রাস্তাটি মেরামত করতে পারতেন। রাস্তাটি ঠিক হলে ভোগান্তি কম হতো মানুষের। গ্রামবাসীরা জানিয়েছেন যে, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ পরিবারের গ্রামের লোক যাতায়াত করে। পূর্ব ফুলবাড়ি থেকে লক্ষী নগর যাওয়ার একমাত্র পথ এটি ।  গ্রামবাসীরা  আরও জানিয়েছেন,  বেহাল রাস্তার কারনে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে । স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা  রাস্তা খারাপ থাকায় সকলের অসুবিধা হচ্ছে। রাস্তার বেহাল অবস্থা নিয়ে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব বা জি আর এস এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখা করতে চাইলেও তাদের কারো দেখা পাওয়া যায়নি।

error: Content is protected !!