রাফালে কান্ডঃ অমরপুরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সিপিএমের

বিপ্লব দাস(অমরপুর)  রাফালে যুদ্ধ বিমান ক্রয়ে দুর্নীতির ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। দেশের পাশাপাশি রাজ্যেও রাফালে ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে সিপিএম,কংগ্রেস দুটি রাজনৈতিক দল। রাফেল নিয়ে কংগ্রেস দু-একটি প্রতিবাদ মিছিল করলেও  সিপিএম এই ইস্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে। সারা রাজ্যের মত সোমবার অমরপুর মহকুমার সিপিএম নেতৃত্ব এই ইস্যুতে প্রতিবাদে নামে। অমরপুরের দশরথ দেব স্মৃতি ভবন থেকে প্রতিবাদী মিছিল। মিছিলটি অমরপুর বাজার হয়ে সারা শহর পরিক্রমা করে ফের পার্টি অফিসের সামনে শেষ হয় মিছিলটি। আজকের এই প্রতিবাদ মিছিলে পা মেলান প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, প্রাক্তন মন্ত্রী রঞ্জিত রঞ্জিত দেবনাথ সহ অনান্য সিপিএম নেতৃত্বরা। মিছিল শেষে একটি সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতৃত্বরা রাফালে ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here