রাতের ঘুম উড়ে গেছে মোদীর। তাই উল্টোপাল্টা বকছেন মোদী (লাইভ আপডেট)

আমি ম্যাডি বাবুকে ভয় পাইনা।

আর বি আই থেকে সিবিআই। সবাই মোদীকে বলছেন বাই-বাই।

সবাই এক থাকলে ১০০ আসনও পাবেনা মোদী।

যে রাজ্যে যে শক্তিশালী সেই লড়াই করবে।

উত্তরবঙ্গের জন্য কিছ করেছেন মোদী?

নরেন্দ্র মোদী দুর্নীতির মাষ্টার।

চোরের মায়ের বড় গলা।

আমার ধর্না ছিলো সত্যাগ্রহ।

সত্যাগ্রহ  নিয়ে ভয় পেয়েছেন বলেই ভয় দেখাচ্ছেন।

আমাকে ধমকে চমকে লাভ নেই।

নরেন্দ্র মোদীর বিদায় নিশ্চিত।

মহাজোটকে ভয় পেয়েছেন মোদী।

মোদীকে হঠাতে ২৩টি দল এক হয়েছে।

মোদী রাফাল মাষ্টার, দুর্নীতির মাষ্টার, নোটবন্দির মাষ্টার ।

রাফাল ইস্যুতে কংগ্রেসের পাশে আছি।

গায়ের জোরে,বন্দুকের জেরে বাজেট পেশ করেছে। 

ত্রিপুরার টাকা দিয়ে সমস্ত কিছু হয়েছে। টাকা দিয়ে ত্রিপুরা নিয়েছো,বাংলাকে পারবেনা

দিদিকে চমকানো সহজ নয়। আমার সঙ্গে পাঙ্গা নিলে আরও চাঙ্গা হই ।

মমতা ব্যানার্জি যতদিন বাংলায় বেঁচে থাকবে ততদিন কেউ কিছু করতে পারবেনা।

জগাই-মাধাইএটা আমার স্লোগান। মোদী আমার স্লোগান চুরি করেছে।

জগাই-মাধাই-গদাই বিদায় এটা আমার স্লোগান।

সবাই এত ক্ষিপ্ত যে আর ঘুরে দাঁড়াতে পারবেনা বিজেপি।

ভয়ে প্রলাপ বকছেন মোদী।

ভোটের সময় শুধু মোদী রাজনীতি করতে আসেন। বড় নেই কনে ও নেই যত সব ব্যান্ড পার্টি টিম।

ভোট এলেই মোদী চাওয়ালা হয়ে যান আর ভোট গেলেই মোদী হয়ে যান রাফায়েলওয়ালা।    

মোদীকে নিয়ে কথা বলতে লজ্জা হয়।

২০১৯ সালে মোদীর এস্কপেয়ারি ডেট চলে এসেছে।

ভোট চলে এসেছে তাই এখন সবকিছু নিয়ে তাড়াহুড়ো করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here