রাজন্য আমলের প্রথা মেনেই নবমীতে মহিষবলি দুর্গাবাড়িতে

অর্পণ দে(আগরতলা) প্রথা মেনেই বৃহস্পতিবার সকালে দুর্গাবাড়িতে সম্পন্ন হলো নবমী পূজা। প্রতিবছরের মত এবছরও  নবমী পুজোর দিন  সমস্ত নিয়ম মেনে মহিষ বলির আয়োজন করা হয়েছিল দুর্গাবাড়িতে । বলি দেখতে শুধু রাজধানী আগরতলার মানুষ নয় ভিড় জমিয়েছিলেন বিভিন্ন মহকুমা থেকে আসা দর্শনার্থীরা।

    রাজন্য আমল থেকেই চলে আসছে মহিষ বলি । বলির আগে অন্যান্য বারের মত এবারও মহিষকে রাজপ্রথা মেনে জানানো হয় রাষ্ট্রীয় সালাম । এটাও ত্রিপুরার রাজন্য । রাজন্য আমল থেকে চলে আসা এই প্রথার কোন খামতি হয়নি আজ পর্যন্ত। রাজার রাজত্ব নেই। কিন্তু তাই বলে পুজোর কোন খামতি থাকেনা কোন বছর। সমস্ত রকম নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হয় দুর্গা বাড়ির পুজো। পুজোর সমস্ত দায়িত্ব থাকে রাজ্য সরকারের উপর।  ভারত-ভুক্তি চুক্তির শর্ত অনুযায়ী পুজোর সমস্ত দায়দায়িত্ব এবং ব্যায়ভার রাজ্য সরকারের উপর ন্যাস্ত থাকে। পদাধিকার বলে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পূজার সেবাইত। আর তাঁর অধীনে একটি পূজার্চনা বিভাগও রয়েছে।  পুজো আয়োজনে সমস্ত খরচ করা হয় সরকারি কোষাগার থেকে। এই জন্য প্রতিবছর বাজেটে পুজোর খরচ আলাদা ভাবে উল্লেখ করা থাকে।

error: Content is protected !!