যৌনকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ পুলিশ ষ্টেশনে

গৌতম পাল(উত্তর দিনাজপুর) উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার পুলিশ নিষিদ্ধপল্লীতে হানা দিয়ে চার মহিলাকে আটক করার প্রতিবাদে শনিবার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাল যৌন কর্মীরা। ফাঁড়িতে ভেতরে ঢুকে আটক করা ওই মহিলাদের ছিনিয়ে নেবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে যৌন কর্মীদের ধাক্কাধাক্কি হয়। ফাঁড়ি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পরে । পুলিশ পরে কোনক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আটক মহিলাদের মুক্তি দাবিতে পুলিশ ফাঁড়ির সামনে অবস্থানে বসছে যৌন কর্মীরা।

জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থিত এই নিষিদ্ধপল্লী। গতকাল গভীর রাতে পাঞ্জিপাড়ার ওই নিষিদ্ধপল্লীতে হানা দেয় পাঞ্জিপাড়ার ফাঁড়ির পুলিশ । অভিযোগ পুলিশ তিন যৌন কর্মী  এবং তার এক আত্মীয়কে বিনা কারনে পুলিশ আটক করে । পাশাপাশি ভাঙচুর করা হয় তাদের ঘরে আসবারপত্র বলে অভিযোগ । আটক করা ওই মহিলাদের মুক্তির দাবিতে নিষিদ্ধপল্লীর মহিলারা ফাঁড়ি থেকে আটক মহিলাদের ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। ফাঁড়ির গ্রীল খুলে ফাঁড়ি ভেতরে যাবার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে যৌন কর্মিদের ধাক্কাধাক্কি হয় । পুলিশ কোনক্রমে পরিস্থিতি সামাল দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here