মেট্রো দুর্ঘটনায় জারি উচ্চপর্যায়ের তদন্ত, বয়ান রেকর্ড চালক ও গার্ডের

 শনিবারের পর মেট্রো আতঙ্কে থরহরিকম্প কলকাতাবাসী। মেট্রোর গাইডলাইনে যাত্রী সুরক্ষাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও আপতকালীন কোনও ব্যবস্থাই কাজ করল না শনিবার সন্ধেবেলা। স্রেফ গাফিলতির কারণেই কি মৃত্যু হল বছর ৬৬-র সজল কাঞ্জিলালের? গোটা ঘটনাকে ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। দায়িত্বে থাকা চালক ও গার্ডেকে সাসপেন্ড করার পর তাঁদের বয়ান রেকর্ড করেছে পুলিস। রেকর্ড করা হয়েছে চিফ লোকো ইন্সপেক্টরের বয়ানও। সবমিলিয়ে জারি উচ্চপর্যায়ের তদন্ত।

error: Content is protected !!