মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা হলো কমলা উৎসবের

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর) একটা সময় ছিলো গোমতী জেলার উদয়পুরে কিল্লায় বিকেলের হাত ধরে সন্ধ্যা নামার আগেই ঘরের দরজায় খিল দিয়ে অজানা আতঙ্কে পরের দিনের সকালের জন্য অপেক্ষা করতো গ্রামবাসীরা । আজ সেখানেই অনুষ্ঠিত হচ্ছে  কমলার উৎসব।

 শুক্রবার গোমতী জেলার কিল্লার তইবাকলাই কলইপারা জি বি স্কুল মাঠে রাজ্য ভিত্তিক কমলা উৎসব হয় । উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সহধর্মিণী নিতি দেব , কৃষি ও পর্যটন দপ্তরের  মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রমাপদ জমাতিয়া, বিধায়ক   সিন্ধু জমাতিয়া  সহ আরো বিশিষ্ট জনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here