মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত প্রতিভাবান দারারু ছোট্ট অর্সিয়া

আগরতলাঃ নভেম্বরে স্পেনের সান্তিয়াগোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ৭ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রাজ্যের প্রতিভাবান দাবাড়ু অর্সিয়া দাস শুক্রবার স্পেনের উদ্যেশ্যে রওনা দিয়েছে । আগামী ৪-১৫ই নভেম্বর অনুষ্ঠিত এই বিশ্ব দাবা প্রতিযোগিতায় ভারতের মোট ১৮জন দাবাড়ু অংশগ্রহণ করছে। রাজ্য   থেকে একমাত্র দাবাড়ু হলেন অর্সিয়া। অর্সিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে  অর্শিয়া বলেন,”রাজ্যবাসীর শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আজ আমি স্পেনে যেতে পারছি. আমি রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করবো.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here