মা গঙ্গাই মেলালেন মোদী-মমতাকে

বারানসীঃ রাত পোহালেই ছট পুজো। পুজো উপলক্ষ সেজে উঠেছে গঙ্গার ঘাট গুলি। গঙ্গার ঘাটেই সূর্য পুজোয় মেতে উঠবেন বিহারী সম্প্রদায়ের মানুষ। তার আগেই মা গঙ্গাই মিলিয়ে দিলেন মোদী-মমতাকে। মেলালেন তিনি মেলালেন। একদা দুই রাজনৈতিক প্রতিপক্ষকেই মিলিয়ে দিলেন মা গঙ্গা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ন্যাশনাল ওয়াটারওয়ে ১ মাল্টি মডাল টার্মিনালের উদ্বোধন হলো । রামনগর গঙ্গার কাছে তৈরি হয়েছে। ১৬২০ মিটার দীর্ঘ এটিই দেশের প্রথম প্রথম ইনল্যান্ড ওয়াটারওয়ে টার্মিনাল ৷ এই ওয়াটারওয়েতে গঙ্গা দিয়ে বারাণসী থেকে কলকাতা-হলদিয়ার মধ্যে জিনিসপত্র আদানপ্রদানে সুবিধা হবে এবং এটি তৈরিতে ওয়ার্ল্ড ব্যাংক থেকেও সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

ন্যাশনাল ওয়াটারওয়ে ১ চার রাজ্য- উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে যাবে৷ এর মধ্যে পড়বে কলকাতা, পাটনা, হাওড়া, এলাহাবাদ, বারাণসীর মতো শহরগুলি যুক্ত হয়ে যাবে৷ ওয়াটারওয়ে ১-এ চারটি মাল্টি মডাল টার্মিনাল বারাণসী, সাহেবগঞ্জ, গাজিপুর এবং হলদিয়া রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here