মানুষের মধ্যে যে ক্রমবর্ধমান হিংসা, সেটা যেন বন্ধ হয়

প্রীতম দাস(কীর্ণাহার,বীরভূম) “মানুষের মধ্যে যে ক্রমবর্ধমান হিংসা, সেটা যেন বন্ধ হয়। সৌহার্দ্য ও সম্প্রীতির ভাব বিরাজ করুক”। ষষ্ঠীর সন্ধ্যায় বীরভূমের কীর্ণাহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। প্রতিবছরের মত এবছরও পুজোয় নিজ বাসভবনে এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার সন্ধ্যায়   কলকাতা থেকে সড়কপথে  বীরভূমে নিজের বাড়িতে আসেন তিনি। বরাবরেই মত প্রথমে কীর্ণাহারের পরোটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানে প্রায় ১ ঘন্টা থাকার পর নিজের গ্রাম মিরাটির উদ্যেশ্যে রওনা দেন। পুজোর কটাদিন গ্রামের বাড়িতেই থাকবেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণববাবু বলেন, “আমি প্রত্যেক বছরই পুজোর সময় আসি। আমাদের পারিবারিক পুজো। কাজেই এটা নতুন নয়। পাশাপাশি সাংবাদিকদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে প্রনব বাবু বলেন, “আমি আপনাদের মাধ্যমে সকলকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় উৎসবে ভাগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পুজো যেন সকলের ভালো কাটে, প্রার্থনা করছি।”

error: Content is protected !!