মাতাবাড়িতে শুরু হলো ত্রিপুরা সুন্দরী ডান্স এন্ড মিউজিক ফ্যস্টিভ্যাল

নিজেস্ব প্রতিনিধি(উদয়পুর) রবিবার সন্ধ্যায় একান্ন পীঠের একপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গনে শুরু হলো পঞ্চম ত্রিপুরা সুন্দরী ডান্স এন্ড মিউজিক ফ্যস্টিভ্যাল । প্রদীপ প্রজ্বলন  করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, দেওয়ালী মেলা কমিটির কনভেনার সুব্রত চক্রবর্তী সহ আরও বিশিষ্ট জনেরা।

ত্রিপুরার মাটিতে সংস্কৃতির দিক দিয়ে যারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাদের করা নিজেস্ব সেই সমস্ত অনুষ্ঠান গুলিকে গুরুত্ব দেওয়া রাজ্য সরকার ও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যার মধ্যে যে গুন রয়েছে  তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়।

অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয় । এদিন কোলকাতা, আসাম এবং ত্রিপুরার প্রখ্যাত সঙ্গীত ও নৃত্য শিল্পীরা তাদের উপস্থাপনা তুলে ধরেন।

error: Content is protected !!