মহালয়ার সকালে সুসজ্জিত র্যাালী কৈলাশহরের রাজপথে

অয়ন মজুমদার(কৈলাশহর) আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাঙালীর প্রিয় উৎসব দুর্গাপুজো। কিন্তু সোমবার মহালয়ার দিন থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্য জুড়ে পুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। প্রতিবছরের ন্যায় এবছরও মহালয়ার পূর্ণলগ্নে হিন্দু জাগরন মঞ্চের কৈলাশহর শাখার সদস্যরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। কৈলাশহরের বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এই র‍্যালীতে অংশ নেয়। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠনের সুসজ্জিত ট্যাবলো রাজপথে দেখা যায়। র‍্যালীতে বনবিভাগের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো বের করা হয়। পথ চলতি মানুষকে গাছের চারা বিতরন করা হয় । হিন্দু জাগরন মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে জানিয়েছেন সকলের সাথে সৌভাতৃত্ব বোধ তৈরি করা এবং সবাইকে নিয়ে একসাথে চলাই লক্ষ। আজকের এই র‍্যালীকে কেন্দ্র করে কৈলাশহরবাসীর উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here