মর্যাদায় সহিত পালিত হলো পুলিশ স্মৃতি রক্ষা দিবস

কিষান কুমার মালি(পানিসাগর) ২১ অক্টোবর পুলিশ স্মৃতি রক্ষা দিবস কে সামনে রেখে শনিবার সকালে পানিসাগর ৫৫ নং বিএসএফের উদ্যোগে ১৪ বছরে র বালক-বালিকাদের নিয়ে এক মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । পানিসাগর বিএসএনএল অফিসের সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন। সেখান থেকে দক্ষিন পানিসাগর হয়ে বিএসএফ ক্যাম্পের ভিতরে শেষ হয় এই প্রতিজগিত্তা । মিনি ম্যারাথন প্রতিযোগিতায় মহিলা বিভাগে ১৭ জন ও পুরুষ বিভাগে ৯৪ জন অংশগ্রহন করেন । ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষের পর বিএসএফ ক্যাম্পের অপ্সরা হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষন দাস, IAS DM sh রাভেল হেমেন্দ্র কুমার,  DIG SHQ PNS sh সিন্ধু কুমার সহ অনান্যরা। অনুষ্ঠানের শুরুতেই পানিসাগর মহকুমায় অবস্থিত ৭ বিএসএফ শহীদ জাওয়ানদের পরিবার ও ৬ জন অবসরপ্রাপ্ত বিএফএফ কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়।   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে DIG সিন্ধু কুমার ভারতবর্ষের প্রতিটি দপ্তরের শহিদ সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সমগ্র দেশব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয়। ১৯৬০ সাল থেকে প্রতি বছর ২১ অক্টোবর দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here