ভোটগ্রহন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ছত্তীসগঢ়

ছত্তীসগঢ়ঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে নিজেদের শক্তি যাচাই করতে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামছে বিজেপি ও কংগ্রেস। সোমবার সেই লড়াইয়ের প্রথম ধাপ। ছত্তীসগঢ়ের ৮টি জেলায় সোমবার প্রথম দফার ভোটগ্রহণ । ভোটগ্রহন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ছত্তিশগঢ় জেলা জুড়ে। প্রথম দফায় যে আটটি জেলায় ভোট হবে সেই জেলার মধ্যে ১৮টি কেন্দ্র অতিস্পর্শকাতর। প্রথম দফার ভোটে মোতায়েন করা হয়েছে প্রায় এক লক্ষ নিরাপত্তারক্ষী। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চারিদিকে নজর রাখা হবে।

প্রত্যন্ত এলাকাগুলিতে বুথে বুথে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের পৌঁছে দিতে বিএসএফ ও বায়ুসেনার হেলিকাপ্টার ব্যবহার করা হচ্ছে। ভোটের কিছুদিন আগে বেশ কয়েকবার হামলা চালিয়েছে মাওবাদীরা। ভোটের দিন যাতে কোন রকমের মাওবাদী হামলা না করতে পারে সেই জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।  ছত্তীসগঢ়ের বিশেষ ডিরেক্টর জেনারেল (মাওবাদী মোকাবিল অভিযান) ডিএম অবস্তি জানিয়েছেন,  ,”প্রতিটি বুথকর্মীর নিরাপত্তা নিশ্চিত করাই চ্যালেঞ্জ। তাঁদের বুথকেন্দ্রে পাঠানো, তারপর ফেরার বন্দোবস্ত করা থেকে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করাতে হবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here