‘ভারতও গুলির জবাব গুলিতেই দিতে পারে’

নাগপুরঃ ‘প্রতিবেশী রাষ্ট্রে সরকারে বদল এলেও তাদের মনোভাবে কোনও পরিবর্তন আসেনি৷’ । ‘ভারতও গুলির জবাব গুলিতেই দিতে পারে ৷ কেউ কেউ আমাদের দেশে ভাঙন ধরানোর চেষ্টা করছে ৷ এইসব লোকজনের সঙ্গেই জঙ্গিদের যোগ রয়েছে৷’নাম না করে বৃহস্পতিবার নাগপুরের স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে এভাবেই নিশানা করলেন রাষ্ট্রীয় সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।  অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে নিশানা করার পাশাপাশি রামমন্দির নিয়ে বলতে গিয়ে আর এস এস প্রধান বলেন,  রাম আমাদের গৌরব, তাঁর স্মারক হওয়াই উচিত, এর জন্য আইন আনা উচিত সরকারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here