ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একাধিক বাড়ি, নষ্ট কোটি,কোটি টাকা

হক জাফর ইমাম(মালদা) ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত  ৫টি গৃহস্থ বাড়ি সহ ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকা জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে।

জানা গেছে ওই গ্রামের বাসিন্দা বিভূতি মন্ডল। তার পাঁচ ছেলে। মঙ্গলবার রাতে হঠাৎই শর্ট সার্কিট থেকে তাদের বাড়িতে আগুন লাগে। বাতাসের গতিবেগ বেশি থাকায় মুহূর্তে সেই আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। কোনরকমে ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা। এর পরে গ্রামবাসী গায়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু গ্রামে জলের ব্যবস্থা সেই রকম ভাবে না থাকায় গৃহস্থ বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে অগ্নিকান্ডে ৪টি ছাগল, নগদ দেড় লক্ষ টাকা, ৬ ভরি সোনা সহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে পরিবার গুলি। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য পাননি বলে জানিয়েছেন ওই পরিবারের এক সদস্য কানন মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here