বিরাট কৃতিত্বেও অধরা জয়

শুভজিৎ মিত্রঃ সাই হোপের ব্যাটে ভর করে,ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার বাচালো ওয়েস্ট ইন্ডিজ । নেপথ্যে রয়েছে উমেশ যাদবের জঘন্য বোলিংও । যার দৌলতে রান তারা করে ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বুধবারের ম্যাচ ড্র করলেন জেসন হোল্ডাররা ।এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে টিম ইন্ডিয়া। শুরুতেই অবশ্য  রোহিত শর্মা ও  শিখর ধাওয়ানেরর উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারত। সেখান থেকে ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলী ও আম্বাতী রায়ডু। ১২৯ বল খেলে ১৫৭ রান করে নট আউট থেকে যান ভারত অধিনায়ক। তার ইনিংসে ছিল ১৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি।এই ম্যাচ খেলতে নামার আগে, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান করতে মাত্র ৮১ রান বাকি ছিল ভারত অধিনায়কের । এদিন ম্যাচের ৩৭ তম ওভারে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বিরাট । প্রসঙ্গত যে মাইলস্টোনে পা রাখতে শচীন নিয়েছিলেন ২৫৯ টি ইনিংস, সেই মাইলস্টোনে পৌঁছাতে বিরাট নিলেন ২০৫ টি ইনিংস । ক্যাপ্টেন হট রান পেলেও এদিনও ব্যর্থ হন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ব্যক্তিগত ২০ রানের মাথায় ম্যাককয়ের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর বিশাল রানের লক্ষ্য মাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে পরপর পাওয়েল,হেমরাজ ও স্যামুয়েলের উইকেট হারিয়ে চাপে পরে যান ক্যারিবিয়ানরা । সেখান থেকে ম্যাচের হাল ধরেন সাই হোপ এবং শিমরন হেটমায়ার । ৭৮ রানে ৩ উইকেট হারান ওয়েস্ট ইন্ডিজের একটা সময় রান দাড়ায় ৩ উইকেট হারিয়ে ২২১ । সেখান থেকে হেটমায়ারকে প্যাভেলিয়ানে ফিরিয়ে,ভারতকে পুনরায় ম্যাচে ফেরান যুজবেন্দ্র চাহাল । তবে যাবার আগে ৯৪ রানের একটি সময়োপযোগী ইনিংস খেলে যান তিনি । শেষ ওভারে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৪ রান । ওভারের চতুর্থ বলে অ্যাশলে নার্সকে ফিরিয়ে দেন উমেশ যাদব । শেষ বলে জিততে গেলে ৫ রান করতে হত ওয়েস্ট ইন্ডিজকে । শিক্ষানবিসের মত অফ স্টাম্পের বাইরে বল করেন উমেশ যাদব।যাতে চার মেরে ম্যাচ ড্র করেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক সাই হোপ।

error: Content is protected !!