বিভিন্ন দাবী নিয়ে জেলাশাসকের দ্বারস্থ্য হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা

অয়ন মজুমদার(কৈলাশহর) কৈলাশহর মহকুমার উনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে হাসপাতালের ডাক্তারদের পরিষেবা নিয়ে এবার আন্দোলনে নামলেন শাসক দলের সংগঠন TRKS ও BMS অনুমোদিত ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের কৈলাশহর শাখার সদস্যরা অর্থাৎ কৈলাশহর মহকুমা এবংউনকোটি জেলার স্বাস্থ্য কর্মীরা। পরিষেবা সহ ডাক্তারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সোমবার দুপুরে উনকোটি জেলার জেলাশাসকের কাচে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের মূলত দাবী গুলি হলো জেলা হাসপাতালের ডাক্তারদের অনিয়মিত পরিষেবা বন্ধ করে সঠিক পরিষেবা দিতে হবে। কারন জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ চিকিৎসা করাতে আসে। কিন্তু পরিষেবা সঠিক না থাকায় প্রতিদিন অনেক রোগীকেই ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হয়। ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে TRKS সংগঠনের নেত্রী তথা স্বাস্থ্য কর্মী হিমানী পুরকায়স্থ বলেছেন,সংগঠনের পক্ষ থেকে এর আগে একাধিক বার MS ও CMO কে বলার পরেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ তাদের জেলাশাসকের দ্বারস্থ্য হতে হয়েছে। এরপরও যদি কোন কাজ না হয় তাহলে তারা স্বাস্থ্যমন্ত্রী ও  মুখ্যমন্ত্রীর দ্বারস্থ্য হবেন।

অপর দিকে জেলাশাসক এল ডারলং জানিয়েছেন যে, তার কাছে দুটি সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি আজকেই জানতে পারলেন প্রথম।  আশ্বাস দিয়েছেন যে বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন বেশ কয়েকটি বিভাগে এখনো সেইরকম ডাক্তার নেই। সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ডাক্তারের বিষয়টি উপর মহলে যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করবো । আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here