বিএসএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু পাচারকারী।

হক জাফর ইমাম(মালদা)  বিএসএফের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক গরু পাচারকারীর ।  ঘটনাটি ঘটেছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের দৌলতপুরের কাছ।   মৃত পাচারকারীর নাম সেরাজুল সেক (২৭)। বাড়ি মালদা বৈষ্ণব নগর থানার বাখরাবাদ এলাকায়।  অভিযোগ শনিবার গভীর রাতে ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার করার সময় ৩৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ পাচারকারীদের বাধা দেয়। সেইসময়  পাচারকারীরা সশস্ত্র অবস্থায় বিএসএফের উপর হামলা চালায় । জবাবে বিএসএফ গুলি চালালে এক, গরু পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনায় আরও কয়েকজন পাচারকারী আহত হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here