বাংলা গান গাওয়ার অপরাধে অপমানিত শান

সাঞ্জিত(আসাম)  হিন্দি গানের মাঝখানে বাংলা গানের দুটি লাইন গাওয়ার চরম অপমানিত হলেন মুম্বাই এর স্বনামধন্য শিল্পী শান(শান্তনু মুখার্জি)কে। রবিবার রাতে ঘটনাটি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামের স্টেজে।এই ঘটনার পর লজ্জিত গোটা অসম । গান গাইতে গাইতে হঠাৎ রেগে গেলেন তিনি  এবং বললেন আমি গায়ে জ্বর নিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে গান গাইছি আর আপনাদের কেউ কেউ এরকম আচরণ করছেন! এবং বললেন  এটাই আমার শেষ গান গাওয়া গুড নাইট । সোমবার এই নিয়ে তোলপাড় হয়েছে স্যোশাল মিডিয়া ।  যদিও সূত্রের খবর এই ঘটনা নিয়ে কিছু সংবাদ মাধ্যম  ঘটনাটিকে অন্যপথে নিয়ে যাচ্ছে।  বিশেষ কটা সংবাদ মাধ্যম।সূত্রের খবর শান এর গায়ে নাকি পাথর ছুড়েছে কেউ যদিও এ সংক্রান্ত কোন তথ্য নর্থ ইষ্ট নাও এর হাতে আসেনি।তবে ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here