বলেছিলো ভালো আচরন করতে কিন্তু নার্স কি করলো জানেন……………..

হক জাফর ইমাম(মালদা) মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রোগীর রক্তের প্যাকেট বাথরুমে ছুড়ে ফেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে। রোগীর পরিবারের তরফে ভালো আচরণ করতে বলায় রাগের বশে নার্স একাজ করেছেন বলে অভিযোগ । ঘটনাটি মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে রোগীর পরিবার । মালদা ইংরেজবাজার থানার মকদুমপুরের কেষ্টপুরের বাসিন্দা খায়রু শেখ । তাঁর স্ত্রী সাদেকা বিবি(৬১) ব্লাড ক্যানসারে আক্রান্ত । শনিবার সকালে মাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন তার দুই ছেলে নজরুল ইসলাম ও নবিউল শেখ । চিকিৎসা চলাকালীন রোগীর পরিবারকে রক্তের ব্যবস্থা করতে বলা হয় । ব্লাড ব্যাঙ্কে ছোটো ছেলে নবিউল নিজের রক্তের বিনিময়ে মায়ের রক্তের ব্যবস্থা করেন।

সেই রক্তের প্যাকেট তাঁরা কর্তব্যরত নার্সকে দিতে গেলে তিনি তা হাতে ধরে রাখতে বলেন। আধ ঘণ্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও কর্তব্যরত নার্স কোনও ভ্রুক্ষেপ করেননি বলে অভিযোগ । সাদেকা বিবির পরিবারের লোকজন বারবার নার্সদের সাহায্য চান । তখন কর্তব্যরত নার্স বিরক্ত হয়ে ওই রক্তের প্যাকেট ওয়ার্ডের বাইরে বাথরুমের সামনে ছুড়ে ফেলেন বলে অভিযোগ।

নার্স এভাবে রক্ত ছুড়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন নবিউল ও তাঁর দাদা নজরুল । তারা ঘটনার প্রতিবাদ করেন । চিৎকার শুনে ওয়ার্ডে উপস্থিত চিকিৎসক এগিয়ে এসে সমস্ত ঘটনা শোনেন। পরে তিনি রক্তের প্যাকেটটি তুলে আনেন । তার পরেই সাদেকা বিবিকে রক্ত দেওয়া হয় । গোটা ঘটনা মেনে নিতে পারেননি নজরুলও তাঁর ভাই । তাঁরা সমস্ত ঘটনা লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ।হাসপাতাল সুপারের অবর্তমানে অ্যাসিস্ট্যান্ট সুপার মহম্মদ ইসমাইল শেখ অভিযোগ গ্রহণ করেন । তিনি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here