বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকায় কারচুপি করার অভিযোগ কংগ্রেস বিধায়কদের

হক জাফর ইমাম(মালদা) বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকায় কারচুপি করে অনুদান বিতরণে স্বজনপোষণ করেছে তৃণমূল। সোমবার এমনই অভিযোগ তুলে সরাসরি জেলাশাসকের কাছে নালিশ জানালেন কংগ্রেসের তিনজন বিধায়ক । হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, সুজাপুরের ইশা খান চৌধুরী ও মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিম আলম এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাত করে এই অভিযোগ জানিয়েছেন।  হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন, “২০১৭ সালে জেলাজুড়ে বন্যা হয়েছিল। আমরা তখন পঞ্চায়েত সমিতির মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করেছিলাম। এখন দেখছি সেই তালিকা বদল করে তৃণমূল স্বজনপোষন করেছে। জেলাশাসক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here