বনমন্ত্রীর হাত ধরে শুরু হলো হজাগিরি উৎসবের

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হাত ধরে শুভ সূচনা হলো ২৬ তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের। শুক্রবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার অন্তগত তৈকর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়ের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কিছু কারনের জন্য তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক প্রেম কুমার রিয়াং, টিটি এডিসির  শিক্ষা দপ্তরের মন্ত্রী রাজেন্দ্র রিয়াং সহ অনান্য অতিথিরা। অনুষ্ঠান মঞ্চ থেকে ব্রু স্যোসিয় কালচ্যারাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। উদ্বোধনী পর্বশেষে রিয়াং জনজাতির হজাগিরি নৃত্যের মধ্যে দিয়ে নৃত্য অনুষ্ঠানের শুভারম্ভ হয়। হজাগিরি উৎসব মূলত রিয়াং উপজাতিদের মেলা হলেও বর্তমানে এই মেলা সকল সম্প্রদায়ের মেলায় পরিনত হয়েছে। সকল অংশের মানুষ এই মেলায় অংশগ্রহন করে আনন্দে মেতে উঠেছেন। দুর্গাপুজো, লক্ষীপুজোর পরে এই মেলা মানুষের আনন্দকে আরও যেন বাড়িয়ে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here