বনধের কোন প্রভাব পড়লোনা কাছাড়ের ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায়

অমলেন্দু মালাকার,কাটিগড়া (আসাম) নাগরিকপঞ্জি সংশোধনী বিল ২০১৬ এর প্রতিবাদে  ৪৬ টি সংগঠনের ডাকে ১২ ঘণ্টার আসাম বনধ  নিষ্ফলা কাছাড়ের ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায় । প্রতিদিনের মত মঙ্গলবারও সময়মতো সরকারি-বেসরকারি সমস্ত অফিস কাৰ্যালয়সমূহ স্বাভাবিকভাবেই কাজকর্ম চলার পাশাপাশি সাধারণ জীবনযাত্ৰা, ব্যাবসা প্ৰতিষ্ঠান, ব্যাঙ্ক ইত্যাদি সক্রিয় ছিল । কাটিগড়া মহকুমা প্ৰশাসনের  তত্বাবধানে কাৰ্যালয়সমূহে কর্মচারীরা যথাসময়ে উপস্থিত থেকে নিয়মিত কাজকর্ম চালিয়েছেন ।  উল্লেখ্য সোমবার জেলা প্ৰশাসনের  তরফে সরকারী কৰ্মচারীদের কার্য্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ জারি করা হয়েছিল । বন্ধের অজুহাতে কাৰ্যালয়ে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যাবস্থা নেওয়া হবে। এদিকে যেকোনো অপ্ৰীতিকর পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে যথেষ্ট সংখ্যক আধাসামরিক বাহিনী এবং নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!