ফের পিছলো শুনানি, তারিখ পে তারিখ

নয়াদিল্লীঃ ফের একবার পিছিয়ে গেলোতারিখ পে তারিখ,  ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১ নভেম্বর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি উদয় ললিত ও বিচারপতি অশোক ভূষন কে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু দুই বিচারপতির ভিভিশন বেঞ্চ নাজিয়ে দিয়েছেন মামলাটির পরবর্তী শুনানি  ১ নভেম্বর হবে। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর চাকুরিচ্যুত শিক্ষকদের চাকরির মেয়াদ দু বছর বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে। সুপ্রিম কোর্ট সরকারের সেই আবেদন গ্রহন করেছে। এখন পুরোটাই নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের রায়ের উপর ।  আদালতের সেই রায়ের অপেক্ষাতেই আছে শিক্ষক-শিক্ষিকা সহ তাঁদের পুরো পরিবার। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলো তারা ক্ষমতায় আসলে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য কিছু ব্যবস্থা করবেন। সেই মতো সুপ্রিম কোর্টে চাকরির মেয়াদ দু বছরের জন্য বাড়ানোরা আবেদন জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন শুধু এটাই দেখার আদালত কি রায় দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here