প্রসাশনিক উদাসিনতার কারনে ভেস্তেযাচ্ছে মাইছড়ায় লকডাউন পক্রিয়া।

করোনা ভাইরাসের মহামারি দমনে সমগ্র দেশজুরে লকডাউন পক্রিয়া চালুকরা হয়েছে। লকডাউনের প্রথম পর্যায়ে সকলে স্বতস্ফূর্ত ভাবে লকডাউনকে মেনে নিলেও দ্বীতিয় পর্যায়ে প্রসাশনিক উদাসিনতার কারনে এই লকডাউন পক্রিয়া ভেস্তে যাচ্ছে। এমনটাই চিত্র লক্ষ্যকরা যায় বিলোনিয়া মহকুমার মাইছড়া এলাকায়। মাইছড়া বাজারে অধিকাংশ দোকানপাঠ খুলে রাখছে ব্যাবসায়ারা। এই বাজারে দোকান খোলার খবরপেয়ে ক্রেতারাও ভীর জমাতে শুরু করছে। সকলে কোনো প্রকার দুরত্ব বজায়রেখে চলছেনা। এইব্যাপারে বিলোনিয়া প্রসাশনের কোনো প্রকার হেলদোল নেই। এককথায় বলাচলে প্রসাশনিক উদাসিনতার কারনে লকডাউনের দ্বীতিয় পর্যায়ে প্রায় শেষের পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here