করোনা ভাইরাসের মহামারি দমনে সমগ্র দেশজুরে লকডাউন পক্রিয়া চালুকরা হয়েছে। লকডাউনের প্রথম পর্যায়ে সকলে স্বতস্ফূর্ত ভাবে লকডাউনকে মেনে নিলেও দ্বীতিয় পর্যায়ে প্রসাশনিক উদাসিনতার কারনে এই লকডাউন পক্রিয়া ভেস্তে যাচ্ছে। এমনটাই চিত্র লক্ষ্যকরা যায় বিলোনিয়া মহকুমার মাইছড়া এলাকায়। মাইছড়া বাজারে অধিকাংশ দোকানপাঠ খুলে রাখছে ব্যাবসায়ারা। এই বাজারে দোকান খোলার খবরপেয়ে ক্রেতারাও ভীর জমাতে শুরু করছে। সকলে কোনো প্রকার দুরত্ব বজায়রেখে চলছেনা। এইব্যাপারে বিলোনিয়া প্রসাশনের কোনো প্রকার হেলদোল নেই। এককথায় বলাচলে প্রসাশনিক উদাসিনতার কারনে লকডাউনের দ্বীতিয় পর্যায়ে প্রায় শেষের পথে।
Latest News
গ্রেফতার হয়েছিলেন নমো!
সম্প্রতি বাংলাদেশ সফরে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তি যুদ্ধ চলছিল সেই সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রধানমন্ত্রীর...
এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে সিপিএমকে তুলোধুনা বিপ্লবের
এসএফআই, ডিএফওয়াই, মহিলা সমিতি, কৃষক সমিতি, সিপিএমের নামে চাঁদার জুলুম চলত। এমন কি মনরেগার যে গরিব কর্মীরা ছিল তাদেরকেও ছাড়েনি এই কমিউনিস্ট দল। বর্তমানে...
নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির
৬ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। শনিবার দুপুরে বিজেপি প্রদেশ কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল...