প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে এলাকার গরীব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো

অমিত পাল(রামপাল,বাংলাদেশ) কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু রামপাল মংলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে নৌকা প্রতীকের পক্ষে গনসংযোগ করেছেন।

সোমবার  তিনি স্থানীয় ফয়লাহাট থেকে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে চাকশ্রীবাজার, গিলাতলা, রামপাল সদর,শ্রীফলতলা, চেয়ারম্যান মোড় এবং দিগরাজ বাজার সহ রামপাল মংলার বিভিন্ন স্থানে শোডাউন এবং লিফলেট বিতরন করে জনসাধারনকে নৌকা প্রতীকে ভোট দিতে আহব্বান জানান।

এ সময় তিনি বলেন, আমি রামপাল মংলার সন্তান । বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি । ওয়ান ইলেভেন পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে আমি রাজপথে নেত্রীর গুটিকয়েক সৈনিকদের মাঝেও আমি ছিলাম । নেত্রীর মুক্তি আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে এবং তৃনমূলের রাজনীতীতে রামপাল মংলা আসনে আগামীতে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের থেকে আমি এগিয়ে আছি বলে মনে করি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি এই এলাকার গরীব দুঃখী অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো । এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে মটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here