পুলওয়ামাতে সেনার গুলিতে নিহত মুজাহিদিন জঙ্গি

কাশ্মীরঃ বৃহস্পতিবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইএ  জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে মৃত্যু হলো তেহরিক-উল-মুজাহিদিন জঙ্গি সংগঠনের এক জঙ্গির। অপর দিকে ফতেহ কাদাল এলাকায় জঙ্গির গুলিতে প্রান হারিয়েছেন এক পুলিশ কর্মী আহত হয়েছেন প্যারামিলিটারি ফোর্সের দুই আধিকারিক। পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের মত বৃহস্পতিবারও রুটিন মাফিক তল্লাশিতে বেড়িয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। ফতেহ কাদাল এলাকায় তল্লাশি চালানো সময় আচমকাই পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীরা। আহত হন আর  দজন প্যারামিলিটারি ফোর্সের কর্মী। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। সংঘর্ষ পাল্টা সংঘর্ষে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here