পুরুষ নয় মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে “দালানের” পুজো

অমলেন্দু মালাকার,কাটিগড়া(আসাম)  একদিকে ধারাবাহিক বর্ষণ অন্যদিকে শরতের স্নিগ্ধ পরশ, মাঝে “তিতলী -র আতঙ্ক সবমিলে এক রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে  শারোৎসবের আগমন। মফঃস্বল কাটিগড়ার উৎসবপ্রেমী জনগণ মায়ের আবাহনে মত্ত । আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য যাতাকলে পিষ্ট থাকলেও বরণ ডালা সাজিয়ে মায়ের আরাধনায় মেতে উঠবে সবাই । আর মাত্র একদিন । সোমবার মহাষষ্ঠি । মৃৎ শিল্পীরা নাওয়া খাওয়া ছেড়ে , রাত জেগে প্রতিমায় প্রাণ প্রতিষ্টা করতে  তুলির শেষ টান দিতে ব্যস্ত । মূল্যবৃদ্ধির মধ্যেও আবদার মেটাতে বাজারে দৌড়ঝাপ গৃহ কর্তার । কেনাকাটায় ব্যস্ত বাজার হাট । কাটিগড়ায় ও তার ব্যতিক্রমী নয় । সমষ্টিতে রয়েছে প্রায় দুশোটি দূর্গা পূজো । মন্ডপের কাজ শেষ পর্যয়ে এসে পৌঁছেছে । তবে আর্থিক মান্দায় বিগ বাজেটের পূজা সংখ্যা একেবারে নগন্যই বলা যায় । বিগ বাজের মধ্যে রয়েছে কালাইন কাচাকান্তি কালীবাড়ি দূর্গা পূজা কমিটি ও চৌরঙ্গী দূর্গা পূজা কমিটি । সাত্ত্বিকতাই মূল থিম বলে জানা যায় কাতিরাইল জিপির দালানের পূজা কমিটির তরফে । ৬০ বছর পাড়ি দিয়েছে দালানের পূজার । পূজা পরিচালনায় স্থানীয় মহিলারা । এক সময় পূজার হাল ছেড়ে দিয়েছিল পুরুষরা । গত দুবছর থেকে পূজার হাল ধরেছে মহিলারা।

প্রাচীনতম দালানের সার্বজনীন দুর্গাপূজোর  এবার ৬০তম বর্ষপূর্তি হতে চলেছে। এই পুজো কমিটির কার্যকরী সভানেত্রী নিহার রানী পাল, সাধারণ সম্পাদিকা রিনা দত্ত, কোষাধক্ষ রূপশ্রী দে সহ সদস্যা ইন্দ্রানী পালরা  সাংবাদিক সম্মেলন আয়োজন করে জানান,এই ঐতিহ্যবাহী দুর্গা পূজা গত কয়েক বছর থেকে মহিলাদের দ্বারা পরিচালনা করা হয়। অবশ্য পুরুষরা ছাড়াও  পুজো সম্পূর্ন হয় না, তাই পরিবারের অন্যরাও তাদের পাশে থেকে পুজো আয়োজনে সহায়তা করেন। কম বাজেটের পুজো তবে পুজোতে স্বাতিকতা ও শান্তি শৃঙ্খলা থাকবে বলে দাবি করেন পুজো কমিটির সদস্যারা। পুজোর তিনদিন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।  উৎসব প্রেমী  মানুষকে দালানের পুজোতে অংশ নেওয়ার আবেদন জানান। স্বাত্ত্বিকতা বজায় রেখেই পূজোর আয়োজন করা হয়েছে।লক্ষাধিক টাকার স্বল্প বাজেটেই এবছর পূজোর আয়োজন করেছে কাতিরাইল সার্বজনীন মহিলা পূজা কমিটি (দালান)।

error: Content is protected !!