পুজো শুরুর আগেই রাজ্যে উদ্ধার বিপুল ব্রাউন সুগার,আটক ১

গৌতম পাল(উত্তর দিনাজপুর) পুজোর আনন্দে যখন মাতোয়ারা রাজ্যবাসী ঠিক সেইসময় বিপুল পরিমানে ব্রাউন সুগার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তরদিনাজপুর জেলায়। পাঁচ কোটি টাকার বেশী মূল্যের ব্রাউন সুগার সহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি বাসস্ট্যান্ডে । এই ঘটনায় ধৃত পাচারকারী ডালিম শেখকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ কানকি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৭ প্যাকেট ব্রাউন সুগারসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। মুর্শিদাবাদের নতুনগ্রামের বাসিন্দা ধৃত পাচারকারী ডালিম শেখ  ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল। ধৃতের কাছ থেকে ১.৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকার উপরে। পুলিশ সুপার জানিয়েছেন ধৃত ডালিম শেখকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসে পাচার করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here