পুজোর দিনগুলিতে রাজ্যবাসীকে সচেতন থাকার বার্তা বিধায়কের

আশিস মিয়াঁ(বিশালগড়) দুর্গাপূজা বাঙালীদের সব থেকে প্রিয় উৎসব। বর্তমানে এই উৎসব শুধু মাত্র বাঙালীদের মধ্যে নয় সকল অংশের মানুষের কাছে এটা সর্ববৃহৎ উৎসব ।  তাই সকল সম্প্রদায়ের জনগনের মধ্যে ভাতৃত্ববন্ধন ও মিলে মিশে থাকার আহ্বান জানালেন বিধায়ক রামপদ জমাতিয়া ।  রবিবার পঞ্চমীর সন্ধ্যায় মধুপুরস্থিত তৃণাঙ্কুর সংঘের পুজো মন্ডপ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখনও একটি শক্তি আমাদের রাজ্যে ভাতৃবন্ধন খন্ডন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগত দিনেও একই কাজ করে বাঙালী ও উপজাতিদের  মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছিলো। তাই সকল অংশের মানুষকে সর্বদা সচেতন থাকার কথা বলেছেন বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি আরও বলেন, বিগত দিনে একটি রাজনৈতিক দল ধর্ম বলতে কিছু না বুঝে ধর্মের পথে মানুষের মনে সর্বদাই আঘাত করে রেখেছিলো । কিন্তু বর্তমানে প্রত্যেকটি সম্প্রদায় নিজের মত করে তাদের উৎসব পালন করছে। বিধায়ক রামপদ জমাতিয়া ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গকুলনগর গোশালা আশ্রম তথা রাজ্যের গোশালা আশ্রমের সভাপতি,সংঘের সভাপতি বিশ্বজিৎ সাহা সহ অনান্য অথিতি বৃন্দরা।

অপর দিকে মধুপুর বাজারের ঋষি অরবিন্দ ক্লাবের পুজো মন্ডপ উদ্বোধন করেন রাজ্যের জেনারেল এডভোকেট অরুন কান্তি ভৌমিক।  পঞ্চমীর সন্ধ্যায় পুজোকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছিল বিশালগড় মহকুমার বিভিন্ন পুজো মন্ডপে।

error: Content is protected !!