পুজোর জিনিস আনতে রান্নাঘরে গিয়েছিলেন মা , তারপর যা দেখলেন………………

আশিস মিয়াঁ(বিশালগড়) ঘরে তখন লক্ষ্মীপুজোর বিশাল আয়োজন । এসে গেছেন মা লক্ষ্মীও। শুধু বাকি পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারনের পালা ।  ঠিক সেই সময়েই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর আনন্দ শেষ পর্যন্ত পরিনত হলো কান্নার রোলে । বাজি-পটকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি। আর তাতেই রাগ হয়ে ছেলেকে বকাবকি করেছিলেন মা। কিছু তার যে এই পরিনতি হবে তা হয়ত কেউ আঁচও করতে পারেননি। মায়ের সামান্য বকুনিতে আত্মহত্যার পথ বেঁছে নিলো ছেলে ।  রান্নাঘরের মধ্যে থাকা তারের মধ্যে গামছা লাগিয়ে আত্মহত্যা করলো ষোল বছরের সায়ন দেব । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিশালগড় থানার আমবাগান এলাকায় । মৃত কিশোর বিশালগড় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলো । ছেলে যে আত্মহত্যা করেছে তা প্রথম দেখতে পায় তাঁর মা। কোন একটি কাজে রান্নাঘরে এসেছিলেন তিনি । সেই সময় দেখতে পান যে তার ছেলে আত্মহত্যা করেছে। এরপরেই চিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যানরা । এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here