পুজোর আগে খেলা শুরু তিতলির,ধূলিসাৎ বহু গ্রাম

সন্দীপন চক্রবর্তী(পশ্চিম মেদিনীপুর) ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ছয় থেকে সাতটি এলাকা । জেলা প্রশাসন সূত্রের খবর প্রায় ৬০০ বাড়ি ভেঙেছে এই ঘূর্ণিঝড়ের দাপটে । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর কোথাও ১২টা কোথাও আবার ১২টার কিছু সময় পর, কোথাও আবার দুপুর ৩টে বা ৫টা নাগাদ হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাব ঝড় শুরু হয়। যার জেরে কোথাও বাড়ির টিনের চালা উড়ে গেছে কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে বাড়ির ওপর পড়েছে । সরকারি ভাবে ৬০০ বাড়ি ক্ষতিগ্রস্থের কথা বলা হলেও স্থানীয় সূত্রে খবর ক্ষতিগ্রস্থ বাড়ির সংখ্যা হাজার পেড়িয়েছে। বহু মানুষকে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে অন্যের বাড়িতে। ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সাতপাটি, খড়্গপুর ১ ব্লকের কলাইকুন্ডা, মেদিনীপুর সদর ব্লকের বনপুরা, কেশিয়াড়ী ব্লকের নছিপুর, কেশপুর ব্লকের আমড়াকুচি প্রভৃতি এলাকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here