নিহত উলফা প্রধান পরেশ বড়ুয়া?

ওয়েব ডেস্কঃ মায়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন(উলফার)কমান্ড্যার এই চিফ পরেশ বড়ুয়ার। এমনাটাই জানানো হয়েছে lookeast.in নামে একটি ওয়েবসাইটে। যদিও তাঁর মৃত্যু সম্পর্কে এখনও উলফার পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। ওয়েবসাইটে উলফা প্রধানের মৃত্যর খবর প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রক সহ গোয়েন্দা দফতরে।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রক বা গোয়েন্দা দফতরের পক্ষ থেকে পরেশ বড়ুয়ার মৃত্যু সম্পর্কে এখনও নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি । lookeast.in ওয়েব সাইটের পক্ষ থেকে বলা হয়েছে ভয়াবহ দুর্ঘটনায় পরেশ বড়ুয়ার পাঁজরের একাধিক হাড় ও পা ভেঙেছে। ইতিমধ্যেই উলফা প্রধানের মৃত্যুর খবর অসম পুলিশের কাছে আসলেও নিদিষ্ট কোন তথ্য নেই তাদের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here