নিরীহ ছাত্রদের উপর নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জ,অগ্নিগর্ভ ক্যাম্পাস

হক জাফর ইমাম(মালদা) ফের উত্তপ্ত হয়ে উঠল গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাস ৷ বৃহস্পতিবার সেখানে গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাসে কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীরা  পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় বহু ছাত্রছাত্রী হতাহত হল ও ছাত্রছাত্রীদের মধ্যে একজনের হাত ভেঙে গিয়েছে বলে জানান পড়ুয়ারা।

ছাত্র বিক্ষোভে বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে উঠেছে পুরাতন মালদার নারায়ণপুরে অবস্থিত জিকেসিআইইটি ক্যাম্পাস ৷ ঘটনায় আক্রান্ত ছাত্র নাসিম নামাজ সংবাদমাধ্যমকে বলেন ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন ”আজ শেষ পরীক্ষা এরপর কবে রেজাল্ট বেরোবে আমাদের ভর্তি কবে হবে। সাথে সাথে গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাসে কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীরা পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে।  ঘটনায় আক্রান্ত হন বহু ছাত্রছাত্রী, তাদের মধ্যে একজনের হাত ভেঙে গিয়েছে । তবে আমরা প্রতিটি মারের প্রতিটা রক্ত বিন্দুর হিসেব বুঝে নেব আজ রাস্তায় নামছি দেখে নিন এই জালিয়াতরা কতটা মারতে পারে ছাত্র-ছাত্রীদের।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here