নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা প্রান কাড়ল ১ জনের

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) নবমীর রাত্রে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১ জনের । আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে শান্তির বাজার মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রেফার করা হয়েছ রাজধানীর জিবি হাসপাতালে আর বাকি ২ জনকে রেফার করা হয়েছে গোমতী জেলা হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে TR033967 নম্বরের একটি অটো TR03C5526 নাম্বারের একটি বাইককে পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয় ১ জনের আহত হয় আরও ৪ জন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এস ডি পিও নির্দেশ দেব ও আরক্ষা দপ্তরের কর্মীরা। সেখান থেকে তাঁরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।  আহতদের মধ্যে নারায়ন দাস ও অজয় ত্রিপুরাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। বাকি দুই আহত অটো চালক দিলিপ পাল ও ধর্মেঞ্জয় ত্রিপুরাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনায় মৃত বাইক চালকের কোন পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের বাড়ি জোলাইবাড়ি কোয়াইফাং এলাকায় অপর দুজনের মধ্যে একজনের বাড়ি বেতাগা ও অটো চালকের বাড়ি শান্তিরবাজার এলাকায়। পুজোর আনন্দে যখন মাতোয়ারা সকলে ঠিক সেই সময় উদার মানসিকতা পরিচয় দেখালেন এস ডি পিও নির্দেশ দেব। তাঁর নেতৃত্বে আহতদের আনা হয়ে হাসপাতালে। উনি নিজের হাতে করে আহতদের এ্যাম্বুলেন্সে উঠতে সাহায্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here